যুবদল নেতা উমেদকে গ্রেফতার, জেলা ও মহানগর যুবদলের নিন্দা
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক উমেদুর রহমান উমেদ-কে গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
রবিবার (৯ জুন) এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, আওয়ামী সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষান্ত হয়নি। তারা জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে একের এক পায়তারায় লিপ্ত। বিএনপির চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে সম্পূর্ণ অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করছে। এরই অংশ হিসেবে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য উমেদ-কে গ্রেফতার করা হয়েছে। আমরা বলতে চাই, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে জাতীয়বাদী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা।
অবিলম্বে যুবদল নেতা উমেদসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি জোর দাবি জানান।