সিলেটে সর্ববৃহৎ চোরাচালানের সঙ্গে জব্দ গাড়ির মালিক যুবলীগ নেতা!
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৪, ৩:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেটে অবৈধভাবে ১৪ ট্রাকে আনা প্রায় ২ কোটি টাকার ভারতীয় চিনির চোরাচালানের সঙ্গে জব্দ করা প্রাইভেটকারের মালিকের সন্ধান পেয়েছে পুলিশ ও গোয়েন্দারা। প্রাইভেটকারটি সিলেট মহানগরের যুবলীগ নেতা রুপম আহমদের।
রুপম আহমদ মহানগর যুবলীগের তথ্যও গবেষণা সম্পাদক। তবে এখনো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পুলিশের দাবি, তদন্ত চলছে।
একাধিক সূত্র জানায়, ১৪ ট্রাক চিনির সঙ্গে জব্দ প্রাইভেটকারটি যুবলীগ নেতা রুপমের। তিনি গত কয়েকমাস ধরে এই গাড়ি নিয়ে নিয়মিত যাতায়াত করেন। ঘটনার রাতেও এই প্রাইভেট কারে করে যুবলীগ নেতা রুপম সিলেটের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন।
এদিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) জানায়, প্রাইভেটকারটি সিলেট থেকে রেজিস্ট্রেশন করা। ১৫০০ সিসির গাড়িটি নিশান ব্রান্ডের। গাড়িটির ট্যাক্স টোকেন ও ফিটনেস যথাক্রমে ২০১৯ সালের অক্টোবর ও নভেম্বর শেষ হয়েছে।
এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিযানে আটক ১৪টি ট্রাকে ২ হাজার ১১৪ বস্তা চোরাচালানের পণ্য পাওয়া গেছে। এ ব্যাপারে এসআই মো. সালাহ উদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।সুত্র-যুগান্তর