সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ
জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনি বাজেট পেশ শুরু করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন চলছে। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন। প্রস্তাবিত সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি দুই লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকছে।
দুপুরে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয় মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরে প্রস্তাবিত বাজেটে সই করেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।