গোলাপগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত হলেন মিশিগান হ্যামট্রামিক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদ
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৪, ১২:৪০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের গোলাপগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত হলেন মিশিগান হ্যামট্রামিক সিটির কাউন্সিলর ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র সভাপতি মুহিত মাহমুদ।
শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুলেল শুভেচ্ছায় বিভিন্ন শ্রেণী-পেশাজীবি মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। এসময় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র পক্ষ থেকে ৭০জন উপকারভোগীদের সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র বাংলাদেশ প্রতিনিধি সদস্য মো মাসহুদুল হুদা খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
তিনি বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে নানা প্রতিকূলতার মধ্যেও দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। নানা দুর্যোগ-দুর্ভোগে সহায়তার হাত বাড়িয়ে তারা ঝাপিয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় অস্বচ্ছল নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিচ্ছেন তারা।
সংবর্ধিত অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র সভাপতি ও মিশিগান হ্যামট্রামিক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদ বলেন, আমার চিন্তা যাতে আপনাদের কাজে লাগতে পারি, মানুষের কাজে লাগতে পারি, গোটা দেশের মানুষের জন্য যাতে কাজ করতে পারি। সেই চিন্তা থেকেই নাড়ির টানে সুদুর প্রবাসে থেকেও গোলাপগঞ্জ হ্যান্ডস এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অস্বচ্ছল মানুষের স্বচ্ছলতা বৃদ্ধিতে কাজ করাই আত্মতৃপ্তি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ বাদল, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী শাখাওয়াত হোসেন প্রমুখ।