ওসমানীনগরে তিন চোরসহ ৮ মোটর সাইকেল আটক
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৪, ১:৪১ পূর্বাহ্ণ
জুবেল আহমেদ:
সিলেটের ওসমানীনগরে চোরসহ ৮ চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
শনিবার বিকালে ওসমানীনগর থানায় এক প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জমান পিপিএম সেবা সাংবাদিকদের এ সব তথ্য জানান।
জানা যায়, সম্প্রতি ওসমানীনগর থানায় মোটর সাইকেল চুরি বেড়ে গেলে পুলিশ চোর ও সাইকেল আটকে মাঠে নামে। এক গোপন সংবাদ মাধ্যমে থানা পুলিশ জানতে পারে শুক্রবার আজির তেল পাম্পের পিছনে কিছু চোরাই মোটর সাইকেল বিক্রি হবে।
ওসমানীনগর থানা পুলিশ অভিযান দিয়ে তিন চোরকে আটক ও ৮ টি মোটর সাইকেল আটক করে। এ সময় তিন চোর পালিয়ে যায়।
আটককৃতরা হচ্ছে, ওসমানীনগর থানার কাশিকাপন গ্রামের মৃত রফিজ মিয়ার ছেলে সাকেল আহমদ (২৫), জগন্নাথপুর থানার শ্যামারগায়ের সোলেমানের পুত্র নাসিম আহমদ ও একই উপজেলার শ্যামারগাও বর্তমান ইজগাও গ্রামের আব্দুল খালিকের পুত্র আবু সুফিয়ান।
ও ব্যাপারে ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।