সিলেটে ‘সাধু ভাই’ পরিচয়ে বাসা ভাড়া নিয়ে অসাধু কারবার
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
‘সাধু ভাই’ পরিচয়ে বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিল একটি চক্র। দীর্ঘদিন তাদের অসাধু কর্মকাণ্ড চললেও টের পায়নি এলাকাবাসী। তবে পুলিশের গোপন নজরদারির এক পর্যায়ে ধরা পড়েছে চক্রের দুই সদস্য।
বুধবার রাতে সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাষ্টঘর সুইপার কলোনির হরিজন সম্প্রদায়ের লোকজনের কাছে ‘সাধু ভাই’ হিসেবে পরিচিত তারা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কাষ্টঘর ও মহাজনপট্টি এলাকায় নজরদারি করছিল পুলিশ। তারা জানতে পারে, এই এলাকায় অবাধে ইয়াবা বেচাকেনা করছে দুই ব্যক্তি। এক পর্যায়ে বুধবার রাতে মহাজনপট্টি হীরামন মার্কেটের পূর্বে সিরাজ মিয়ার কলোনির ৬ নম্বর কক্ষে অভিযান চালায় পুলিশ। এ সময় কোম্পানীগঞ্জের পারুয়া লামাপাড়া গ্রামের কাউসার আহমদ ও পারুয়া বদিকোনা গ্রামের নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছে থাকা ৫ হাজার ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার দু’জন এলাকায় ‘সাধু ভাই’ হিসেবে পরিচিত।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। সুত্র-সমকাল