সিলেটে মানহানি মামলা আপসে শেষ করলেন ইসলামী বক্তা তাহেরী
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানক্ষুণ্ন হওয়ার অভিযোগে সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরী। এবার সেই মামলা আপসে শেষ করলেন তিনি।
মঙ্গলবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মনির কামালের আদালতে তিনি আপসনামা জমা দেন।
বাদীপক্ষের আইনজীবী জাবের হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তরা নিজেদের ভুলের জন্য মুফতি তাহেরীর কাছে ক্ষমা চান। পরে উভয় পক্ষ আপসনামা জমা দেন।
২০২২ সালের ২২ মার্চ অগ্রিম টাকা নিয়ে বালাগঞ্জের একটি মাহফিলে না আসার অভিযোগ তোলা হয় গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে। এর দু’দিন পর ২৪ মার্চ ১৫ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে মামলা করেন তাহেরী। মামলার এজাহারে তিনি তাঁর সঙ্গে যোগাযোগ না করে মিথ্যা প্রচারের অভিযোগ তোলেন। সম্প্রতি মামলার তদন্ত শুরু হলে আসামিরা তাহেরীর সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চান। সেই পরিপ্রেক্ষিতে তাহেরী মামলা সমঝোতা করেন বলে জানা গেছে।