ওসমানীনগরে চার ব্যবসায়িকে ২৯ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে বেশি দরে গরুর গোশত বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই অপরাধে দুই ফল বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বেশি দরে গোশতসহ অন্যান্য পণ্য বিক্রির দায়ে শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রাজিব দাশ পুরকায়স্থের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ভাইভাই মিট হাউজ এবং মামুন মিট হাউজ সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা হারে জরিমানা আদায় করা হয় এবং সরকার নির্ধারিত ৬৬৪ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেয়া হয়। একই সময়ে অতিরিক্ত দরে ফল বিক্রির অপরাধে দুই ব্যবসায়িকে ৯হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
ভাম্যমান আদালত পরিচালানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রাজিব দাশ পুরকায়স্থ জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।