ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের চেয়ারম্যান অলিউল ইসলাম অলির বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সশস্ত্র সন্ত্রাসীরা বাড়ির গেট, ৬টি প্রাইভেটকার ও ১৮টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। আহত হয়েছে চেয়ারম্যানের ছোট ভাই আলীউল ইসলাম।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর বড়কাউ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাস্থলে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সদস্য নিকুঞ্জ নাথ জানান, চেয়ারম্যান অলি ঢাকায় বাস করেন। নেতাকর্মীদের সময় দিতে সোমবার বিকেলে বড়কাউ গ্রামের বাড়িতে আসেন।
খবর পেয়ে নাগরী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চেয়ারম্যানের বাড়িতে যান।
সাংগঠনিক আলোচনা চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেড়-দুই শ লোক দা-লাঠিসহ সশস্ত্র অবস্থায় চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সামনে রাখা নেতাকর্মীদের ৬টি প্রাইভেটকার ১৮ মোটসাইকেল ও বাড়ি ভাঙচুর করে এবং গেট লক্ষ করে ৪ রাউন্ড গুলি ছুড়ে। দায়ের কোপে চেয়ারম্যানের ছোট ভাই আলীউল ইসলাম (৪২) আহত হয়েছেন।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক চেয়ারম্যানে আবদুল কাদিরের ছেলে সাইদুল ইসলাম অনর্ব, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার সেলিম মিয়া ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের দুই ভাই রায়হান ও মাহবুব হামলায় নেতৃত্ব দেন। জানতে অর্নবের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার হোসেন বলেন, হামলা ও ভাঙচুরের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।