ওসমানীনগরে বর্ণিল আয়োজনে ‘এসপিরেন্টস’ এর উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
ওসমানীনগরে ইংলিশ দক্ষতা বৃদ্ধির জন্য ‘এসপিরেন্টস’ ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ৫ ফ্রেভ্রুয়ারী (সোমবার) সকাল ১১ টায় উপজেলার গোয়ালাবাজারে আর, টি, এল, শপিং সিটির ৩য় তলায় (বেবী বাজারের উপরে) বর্ণিল আয়োজনে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মূলত শিক্ষার্থীদের ইংলিশ দক্ষতা বৃদ্ধির জন্য ‘এসপিরেন্টস’ কতৃপক্ষের এমন ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছেন। এসপিরেন্টসে শিক্ষার্থীরা আইএলটিএস (এসি), আইএলটিএস (জিটি), এআইসিইউ, স্পোকেন ইংলিশ, রাইটিং ফর আইএলটিএস, রিডিং ফর আইএলটিএস, লাইফ স্কিল, গ্রামার এবং রাইটিং, মক টেস্ট ও পারশিয়ালের কোর্সের পড়ার সুযোগ করে দিয়েছেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কামরুজ্জামান তুরণ, ইউপি সদস্য সাকির আহমদ, আইএলটিএস ইনন্সাক্টর দেলওয়ার হোসেন। ফ্যাকাল্টি মেম্বার- রুমান আহমদ, সাকিল প্লাবণ, মোহাম্মদ শাহরিয়ার রাফি, খাদিজা আক্তার ইমা, আকমল আলী তফুরসহ প্রমুখ।