দুঃসংবাদ পেল পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ডান পায়ের হাঁটুর চোটে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার আবরার আহমেদ। সে জন্য আগামী ১৪ ডিসেম্বর পার্থে অনুষ্ঠেয় টেস্টে তার পরিবর্তে সুযোগ পেয়েছেন অফ স্পিনার সাজিদ খান।
রোববার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবরারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান বোর্ড আরও নিশ্চিত করে জানিয়েছে, ইনজুরি পড়লেও দলের সঙ্গে পার্থে থাকবেন আবরার এবং নিজের সুস্থ হওয়ার প্রক্রিয়া চলমান রাখবেন।
অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে’ টেস্ট শুরু হবে মেলবোর্নে। তৃতীয় ও শেষ টেস্টটি ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলবে পাকিস্তান। তবে ইনজুরিতে পড়লেও মেলবোর্ন ও সিডনি টেস্টের দলে রয়েছেন আবরার।
ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে প্রাইম মিনিস্টার একাদশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে মাঠে নেমেছিলেন লেগ স্পিনার আবরার। অজিদের বিপক্ষে ২৭ ওভার বোলিং করে ৮০ রানের খরচায় ১টি উইকেট শিকার করেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। বোলিংয়ের সময় পায়ের ব্যাথায় মাঠ ছাড়েন পাক স্পিন তারকা।
পাকিস্তানের হয়ে অভিষেকের পর ৬ টেস্টে ৩৮ উইকেট শিকার করছেন আবরার আহমেদ।