নির্বাচনের তারিখ পেছালে আওয়ামী লীগ মানবে না : কাদের
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৩, ৬:৫১ অপরাহ্ণ
নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ পেছালে আওয়ামী লীগ মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। নির্বাচনের তারিখ পরিবর্তন করে তপশিল পেছালে মানবে না আওয়ামী লীগ।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধা দিচ্ছে, তাদের বিষয়ে ইউরোপ-আমেরিকা ও দেশের তথাকথিত সুশীল সমাজ নীরব কেন? নির্বাচনকে বাধা দিতে হরতাল, অবরোধ, নাশকতা চালানোর পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছে না।’