আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ
সুরমা ডেস্ক::আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে দলীয় মনোনয়ন নিয়ে সিলেট এসে পৌঁছালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে দেওয়া অভ্যর্থনার জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দল এবং আমার সভানেত্রী আমাকে মনোনীত করেছেন। আমি আপনাদের কাছে প্রার্থনা চাইবো, যাতে নির্বাচনে বিজয়ী হতে পারি। যেন আবারও সিলেটবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি। সিলেট-১ আসনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক লোকজন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।