সিলেটে মায়া চৌধুরী ও দিপু চৌধুরীর জন্য দোয়া ও মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৩, ৫:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এবং তার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দিপু)।
মায়া চৌধুরী অথবা তার ছেলে দিপু চৌধুরীকে এই আসনে মনোনয়ন দেয়ার জন্য সিলেটের হযরত শাহজালাল (র.)এর মাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা যুবলীগ নেতৃবৃন্দের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে মাজারে গিলাফ দেওয়া হয়।
এস সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা শাহ সায়েম, বেলাল আহমেদ, মিটু আচার্য, লাল মিয়া, শামীম আহমদ, খন্দকার রায়হান, রুবেল, হাসান, সাকিল আহমেদ, রাব্বি আহমেদ, মাহবুব আহমেদ, মিটু আহমেদ, জাহেদ খাঁন, ইমরান আহমেদ, এলোয়ান মিয়া, মাসুম, ইমন, শাকিল প্রমুখ।