ওসমানীনগরে হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াত, সতর্ক অবস্থানে পুলিশ
প্রকাশিত হয়েছে : ৬:৩৯:০৮,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে সিলেটের ওসমানীনগরে যথারীতি মাঠে নেই বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল পালনে সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীদের। হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিংয়ের তেমন কোন তৎপরতাও চোখে পড়েনি। সড়কেও দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো প্রিকেটারকে।
উপজেলার সড়কগুলোতে সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে। তবে ভারী যানবাহন কিছুটা কম ছিল। হরতালের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। অফিস,শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট প্রতিদিনের মতই খুলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলায় অনেকটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। জীবনযাত্রাও রয়েছে স্বাভাবিক।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সড়কে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া রয়েছে। হরতালে সড়কে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টেও রয়েছে পুলিশের উপস্থিতি।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, হরতালে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যদি কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে।
ওসমানীনগরে হরতালে মাঠে নেই বিএনপি-জামায়াত, সতর্ক অবস্থানে পুলিশ
ওসমানীনগর প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে সিলেটের ওসমানীনগরে যথারীতি মাঠে নেই বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল পালনে সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীদের। হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিংয়ের তেমন কোন তৎপরতাও চোখে পড়েনি। সড়কেও দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো প্রিকেটারকে।
উপজেলার সড়কগুলোতে সব ধরনের যানবাহনই চলতে দেখা গেছে। তবে ভারী যানবাহন কিছুটা কম ছিল। হরতালের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। অফিস,শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট প্রতিদিনের মতই খুলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলায় অনেকটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। জীবনযাত্রাও রয়েছে স্বাভাবিক।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সড়কে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া রয়েছে। হরতালে সড়কে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টেও রয়েছে পুলিশের উপস্থিতি।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, হরতালে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যদি কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে।