সিলেটে বিএনপির মশালমিছিল: পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৭
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মশালমিছিল করেছেন। এ সময় পুলিশ মুহুর্মুহু ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পথচারীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সন্ধ্যা সাতটার দিকে জেল রোড এলাকা হয়ে জিন্দাবাজারের দিকে ছাত্রলীগের কর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মিফতা সিদ্দিকীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মশালমিছিল বের হয়। নগরের বারুতখানা এলাকা থেকে মিছিলটি জিন্দাবাজার মোড়ে গিয়ে শেষ করেন নেতা-কর্মীরা। এ সময় তাঁরা জিন্দাবাজার মোড়ের পূর্ব পাশের সড়কে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে জিন্দাবাজার এলাকায় অবস্থানকারী পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু ফাঁকা গুলি ছোড়েন। এ সময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পথচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। ওই এলাকার ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন।
এদিকে নগরের বারুতখানা এলাকায় মশাল মিছিল থেকে সড়কে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে তিনজন ও আগুন দেওয়ার সময় আরো চারজনসহ মোট সাতজনকে আটক করেছে পুলিশ।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে একদল লোক মশাল মিছিল বের করে আতঙ্কের সৃষ্টি করে। পুলিশ জানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।