সিলেটের উন্নয়নে একনেকে সাড়ে ১৪০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট সিটিসহ সিলেটের উন্নয়নে ১৪০০ কোটি ৫৯ লাখ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া বৃহত্তর সিলেটের উন্নয়নসংশ্লিষ্ট একটি প্রকল্প এবং বিভাগের মৌলভীবাজারের একটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের কল্যাণে একেনেক সভায় নগরের সম্প্রসারিত এলাকাসহ সমন্বিত অবকাঠামো উন্নয়নের জন্য ১৪শ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।
এছাড়া রাজউক পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক হতে মাদানী এভিনিউ সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়) প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
এদিকে, সিলেটের উন্নয়নে অনুমোদন হওয়া প্রবল্পের ব্যাপারে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামা চৌধুরী।
উল্লেখ্য, এ সরকারের মেয়দের শেষ একনেক সভায় ৪৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩০ হাজার ১২৩ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৭৬৮ কোটি টাকা।