সিলেটে এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি, গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ
২৭ অক্টোবর সুবিদবাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা দেওয়া হয়। তবে ক্যাশজ্যাম সমস্যার কারণে টাকা জমা হয়নি। ৩০ অক্টোবর বুথে যাওয়ার পর ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া যায় বলে মামলার বিবৃতিতে বলা হয়েছে।
সিলেটে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সিকিউরেক্স এটিএম অফিসার (সিলেট জোন) সন্দীপন দাস বাদী হয়ে আলবাব হোসেন ও আরেক এটিএম কর্মকর্তা আমিনুল হকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করার কয়েক ঘণ্টা পর নগরীর শিবগঞ্জ এলাকা থেকে আলবাব হোসেনকে গ্রেফতার করা হয়।
সিকিউরেক্স এটিএম বুথ থেকে টাকা স্থানান্তরের কাজ করে।
মামলার এজাহারে সন্দীপন দাস বলেন, কোম্পানির এটিএম কর্মকর্তা আলবাব হোসেন ও আমিনুল হকসহ আরও ২–৩ জন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করেন তিনি।
২৭ অক্টোবর সুবিদবাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা দেওয়া হয়। তবে ক্যাশজ্যাম সমস্যার কারণে টাকা জমা হয়নি। ৩০ অক্টোবর বুথে যাওয়ার পর ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া যায় বলে মামলার বিবৃতিতে বলা হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ২৮–২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে কালো ক্যাপ, মুখে মাস্ক পরা ২–৩ জন লোক বুথের ভল্ট খুলে টাকা চুরি করেন।
মামলা করতে দেরির বিষয়ে সন্দীপন দাস বলেন, ঢাকা অফিসের সঙ্গে আলোচনা করে মামলা করতে হয়েছে। ‘এ কারণে, কিছুটা দেরি হয়েছে,’ তিনি বলেন।
এদিকে শুক্রবার সুবিদবাজারের এটিএম বুথ পরিদর্শন করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। সিকিউরেক্স কোম্পানির একজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।’