শিবগঞ্জে ক্যান্সার আক্রান্ত স্বামীকে বাঁচাতে স্ত্রী’র আকুতি
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৩, ১০:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
আমি বড়ই অসহায়, আমাকে সাহায্য করার কেউ নাই। আমার ভিটেমাটি যা ছিল, তাও শেষ। দীর্ঘ ৪ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত স্বামীকে নিয়ে দিন কাটাচ্ছি। আমার স্বামীকে বাঁচাতে চাই। অর্থাভাবে আমার স্বামীর ভালো চিকিৎসা করাতে পারছি না। এভাবেই ক্যান্সার আক্রান্ত স্বামীকে বাঁচাতে স্ত্রী’র আকুতি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কান্তিনগর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী রমিশা বেগমের। রমিশা বেগম জানান, চেয়ারম্যান-মেম্বারদের বলেও কোনো সাহায্য পাইনি। এমনকি সমাজসেবা অফিসে আবেদন করেও আবেদন বাতিল করে দিয়েছে। একদিকে অসুস্থ স্বামীর চিকিৎসা, অন্যদিকে সংসারের খরচ, আমি আর চলতে পারছি না।
তিনি আরও জানান, প্রায় ৪ বছর আগে তার স্বামী দাঁতের রোগে ভুগছিলেন। সে সময় দাঁতের এক চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ইনফেকশন হয়ে যায়।
ধীরে ধীরে তা ক্যান্সারে রূপ নেয়। তার চিকিৎসা করতে আমার ভিটেমাটি ও অর্জিত অর্থ সব শেষ। এখন স্বামীকে নিয়ে অসহায় হয়ে পড়েছি। তাকে বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। বিধায়, বাধ্য হয়ে ক্যান্সারে আক্রান্ত স্বামীকে বাঁচাতে দেশ-বিদেশের সকল বিত্তবান ব্যক্তির কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করছি। আমার সঙ্গে ০১৭৭৯৬১৭০৯৩ (রমিশা) এই নম্বরে যোগাযোগ করে সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করছি।
এ বিষয়ে মোবারকপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারী মিঞা বলেন, আমার ইউনিয়নে এমন একটি ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত, আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানলাম। আমার সাধ্যমতো তাকে সাহায্য করবো। পাশাপাশি আমিও সকল বিত্তবানদের প্রতি অনুরোধ করছি- আপনারা এই অসহায় অসুস্থ ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য করতে এগিয়ে আসুন।