মাধবপুরে এনজিওর ঋণের চাপে ভ্যান চালকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে এনজিও ঋণের চাপে লাল মিয়া (৪৫) নামে এক ভ্যান চালক আত্মহত্যা করেছে।
জানা যায়, ঋণের চাপ সইতে না পেরে লাল মিয়া(৪৫) সন্তানের জনকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মাধবপুর উপজেলার চৌমূনী ইউনিয়নের জয়পুর গ্রামে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। তার স্ত্রীর বড় ভাই কামাল হোসেন জানান প্রায় ২০ বছর আগে ঢাকার সাভারে পরিবার নিয়ে বসবাস করার সময় তার বোন গার্মেন্টস কর্মী মজিনা বেগম সঙ্গে সহকর্মী রংপুরের লাল মিয়ার সঙ্গে পরিচয় এর পর তাদের বিয়ে হয়। কয়েক বছর পর শশুর বাড়ির লোকজনের সঙ্গে তাদের বাড়ি উপজেলার চৌমূহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এসে স্হায়ীভাবে বসবাস শুরু করে। এই মধ্যে ৪ সন্তান জন্ম নেয়। ভ্যান চালিয়ে সংসার টানতে ও এক মেয়ে বিয়ে দিতে গিয়ে কয়েকটি এনজিও থেকে কিস্তিতে ঋণ নেয়। কিস্তি পরিশোধ করতে গিয়ে অনেকের কাজ থেকে সুদে টাকা আনে। ঋণের চাপ হইতে না পেরে কিছুদিন যাবত তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তামান্না জাফরিন সিলভি লাল মিয়া কে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবপুর থানার এস আই মনিরুজ্জামান লাশের সুরতহাল করেনে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি রকিবুল ইসলাম খান জানান তদন্তপূর্বক ব্যবস্হা নেয়া হবে।