মাধবপুরে ইউপি মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন মেম্বার মিজানুর রহমান সহ ৩ ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জজ মিয়া জানান, ফলজ আম গাছের চারার উপর বালি ফেলে জমি জবর দখলের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মীরনগর গ্রামের মিজানুর রহমান সোমবার রাতের আঁধারে কৃষক জজ মিয়ার জমির ৫০টি উন্নত জাতের আমের চারা গাছের উপর বালি ফেলে ভেঙ্গে জোরপূর্বক জমি জবর দখলের চেষ্টা করেছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা দেখে প্রতিবাদ করলে জজ মিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। জজ মিয়া বলেন একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক তার জমি দখল করে নিতে আম গাছের চারা ভেঙ্গে তার ক্ষতিসাধন করেছে।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন অভিযোগের প্রেক্ষিতে ইউপি সদস্যকে এ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হবে।