মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে, থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলা জগদীশপুর ইউনিয়নে তেঘরিয়া এলাকার জমি নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছে গত ৯ অক্টোবর সকালে সাধন চক্রবর্তী ও সুতনী রাণী সরকারের মাঝে আনুমানিক ৭ ঘটিকায় সংঘর্ষ বাধে এতে দু’পক্ষের ৪ গুরুতর আহত হয়। সাধন চক্রবর্তী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে উল্লেখ করেন, তার প্রতিবেশী সুতনী রাণী সরকার, তার স্বামী রতি রঞ্জন সরকার ও সহযোগী ১০ জন লোক নিয়ে পূর্ব বিরোধের জের ধরে শচীন্দ্র সরকারের বাড়িতে হঠাৎ হামলা করে এই হামলায় শচীন্দ্র সরকারের কান কেটে যায় পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।
আহতরা হলেন শচীন্দ্র সরকার (৫০), পিতা মৃত সুকোমল সরকার, রতিরঞ্জন সরকার (৪২), পিতা ভীষণ সরকার, সুনতি রানী সরকার (৩৮) স্বামী রতি রঞ্জন সরকার, রাখী রানী সরকার (১৬) পিতা রতি রঞ্জন সরকার।
মাধবপুর থানার (ওসি) তদন্ত আতিকুর রহমান জানান, উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে। তিনি আরও বলেন, উভয়ই পক্ষই প্রতিমন্ত্রী এড মাহবুব আলি মহোদয়ের নিকট গিয়েছিল আপোষ মিমাংসার আলোচনা চলছে। তারা নিজেরা নিজেরা আপোষ মিমাংসা করতে পারলে ভালো।