ওসমানীনগরে সাজন আলীর ‘শাহীওয়াল’ ষাঁড়ের দাম হাঁকিয়েছেন ৪ লাখ
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৩, ১০:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের বেরাখাল গ্রামের সাজন আলীর একটি ষাঁড়ের দাম ৪ লাখ টাকা। কয়দিন ধরে এই ‘শাহীওয়াল’ জাতের গরুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চোখ বুলালে দেখা যাচ্ছে।
২ বছর বয়সী এই গরুটি ওজন গরুর প্রায় ১৫ মণ। নিজের লালন করা গাভীর বাচ্চা এই শাহীওয়াল গরুটি। লালনপালন করা হয়েছে প্রাকৃতিক ও ঘরোয়া পরিবেশে।
সুরমানিউজ২৪.কমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, বড় আকারে ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট, প্রস্থ ৭ ফুট। দেশীয় ঘাস, খৈল ও ভূষি সেটার প্রধান খাদ্য। সাজন আলী ২ বছর আগে উনার আরেকটি এই জাতের গরু বিক্রি করেছেন ঢাকার এক শিল্পপতির কাছে। সেটাও বিক্রি হয় ৪ লাখ টাকায়, ফেসবুকের মাধ্যমে ক্রয় হয় সেই গরুটিও।
তিনি আরো বলেন, বর্তমানে গরুটি বিক্রি করতে চান, তাই ক্রয় করতে হলে ক্রেতাদের এই নাম্বারে যোগাযোগের করতে বলেছেন, ০১৭৯৮৪১৩১২৩।