সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ
সৌদি আরবে একটি ভবনে বিলবোর্ড লাগানোর সময় প্রবল বাতাসের তোড়ে ছাদ থেকে নিচে পড়ে বাংলাদেশি যুবক মো. ইউসুফ মারা গেছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তার লাশ দ্রুত দেশে আনতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার বাংলাদশ সময় রাত ৮টার দিকে সৌদি আরবের আভা নামক শহরের একটি তিনতলা ভবন থেকে পড়ে ইউসুফ মারা যান। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেলের সঙ্গে কথা বলে জানা যায়, দুই মাস আগে চাকরির উদ্দেশে ইউসুফ সৌদি আরব যান। সেখানে তাকে বিলবোর্ড লাগানোর কাজ দেওয়া হয়। ঘটনার সময় তিনি আভা শহরে একটি তিনতলা ভবনের ছাদে ওঠেন বিলবোর্ড লাগানোর জন্য। তখন প্রবল বাতাসের তোড়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।