আখাউড়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০:০০:৩৯,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০২৩
আখাউড়া প্রতিনিধি::
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীতে প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের বিপুল সংখ্যক শিক্ষক ও ছাত্রছাত্রী অংশ নেয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীর শুরুতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, মাধ্যমিক শিক্ষক অফিসার মোঃ আবুল হোসেন,শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওয়াহিদ সারোয়ার, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী মোঃ ইকবাল, তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার সহ আরো অনেকে।