চুনারুঘাটে গোয়াল ঘর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ১২:০৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিড়ি এলাকায় থানার পুলিশ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ তফসির মিয়া (৪৫) নামের একজনকে আটক করা করেছে। সে কালিশিড়ি গ্রামের মৃত আঃ মতিনের ছেলে।
বুধবার ভোরে চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে এএসআই উত্তম কুমার ঘোপসহ একদল পুলিশ তফসির মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে গোয়াল ঘরে মজুদ রাখা ১৬ কেজি গাঁজাসহ তাকে আটক করে।
তফসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক।