কবর থেকে হাড়গোড় চুরির দায়ে যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলের মধুপুরে কবর থেকে হাড়গোড় তুলে নিয়ে যাওয়ার সময় ওমর আলী (৩৫) নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। সোমবার ভোররাতে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজারের নৈশপ্রহরী তাকে আটক করেন। পরে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে বেঁধে রাখে। সকালে পুলিশের হাতে সোপর্দ করেছে।
আটক ওমর আলী পাশের গুবুদিয়া গ্রামের বাসিন্দা।
বাজারের নৈশপ্রহরী বয়েস উদ্দিন জানান, প্রায় ৪টার দিকে কাদামাটি মাখা শরীরে ওমর আলী ছালায় ভরা মানুষের কঙ্কাল নিয়ে ভ্যানরিকশাযোগে মাগন্তিনগর (উত্তর দিক) দিক থেকে মোটেরবাজারে আসে। জিজ্ঞাসাবাদে ছালায় কচু থাকার কথা জানায় ওমর। মাদকাসক্ত চালচলন ও কথাবার্তায় সন্দেহজনক মনে হওয়ায় চ্যালেঞ্জ করে ছালা খুলে মানুষের কঙ্কাল মেলে। ডাকাডাকি ও কথা কাটাকাটির শব্দে বাজারের অনেকেই ছুটে আসেন। কিছু উত্তম-মধ্যম দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ওমর আলীকে থানায় নিয়ে আসে।
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কেউ নাকি ওমর আলীকে দেড় হাজার টাকার চুক্তিতে কবরস্থান থেকে কঙ্কাল চুরি করিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।