মাধবপুরে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৩, ১১:০০ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ফোন আপত্তিকর ছবির ভয় দেখিয়ে এক গৃহবধূ কে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মাধবপুর থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে সুলতানপুর গ্রামের জারু মিয়ার ছেলে ফারুক মিয়া, ইদ্রিছ আলীর ছেলে জজ মিয়াকে গ্রেপ্তার করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী প্রবাসে থাকে এবং তিন সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকে। অভিযুক্ত মাজারুল মোবাইলে ভিকটিমের একটি আপত্তিকর ছবি ওঠায়। সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে।পরে গত ২৭ তারিখ রাতে অভিযুক্ত মাজহারুল তার কয়েকজন বন্ধুকে নিয়ে ওই নারীর বাড়িতে এসে পূর্বের ন্যায় ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একই সঙ্গে এ ব্যাপারে কারও কাছে মুখ খুললে তাকে ও তার ছেলেমেয়েদের খুন করাসহ তার আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়া দেওয়ার হুমকি দেয়। এ ব্যাপারে গতকাল একটি মামলা করা হয়েছে। মামলামূলে অভিযুক্ত দুজন আসামিকে করে গ্রেপ্তার করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান জানান গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃত ২ আসামিকে আদালত প্রেরণ করা হয়েছে।