মৌলভীবাজারে বরকত বাড়ানোর ‘ফুঁ’ দিয়ে প্রবাসীর স্ত্রীর টাকা নিয়ে নিলো প্রতারক চক্র
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
মৌলভীবাজারের বড়লেখায় টাকায় বরকত বাড়ানোর ফু দেওয়ার কথা বলে এক কাতার প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৭৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা পৌরশহরে এই ঘটনাটি ঘটে। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী ছাবিয়া বেগম ওইদিন বিকেলে বড়লেখা থানায় লিখিত অভিযোগ করেছেন। ছাবিয়া উপজেলার সুজানগর ইউপির বড়থল গ্রামের কাতার প্রবাসী ছুয়াব আলীর স্ত্রী।
ভুক্তভোগী ওই নারীর স্বজনরা ঘটনার সঙ্গে জড়িত প্রতারক চক্রকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ছাবিয়া বেগম রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের সময় পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে ৭৫ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি ব্যাংক থেকে নেমে বড়লেখা পৌরশহরের লক্ষ্মী মিষ্টি ঘরের সামনে পৌঁছালে ৫০ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ ছাবিয়ার মাথা ও মুখে হাত বুলিয়ে বলেন, আমি নামাজ পড়তে আসি। এসময় ছাবিয়া ওই ব্যক্তির পাশ কাটিয়ে একটু এগিয়ে গেলে এক যুবক তার পথ আগলে বলে, ওই বাবা কি বলেছেন? উনি অনেক বড় পীর। পরে ওই যুবক ছাবিয়ার পথ আগলে ওই ব্যক্তির নিকট নিয়া যায়। এসময় ছাবিয়া দেখতে পান ৫০ বছর বয়সী ওই ব্যক্তি মধ্যবয়স্ক আরো এক ব্যক্তির টাকা হাতে নিয়ে ফু দিয়ে ফেরত দিচ্ছেন। তখন ওই ব্যক্তি ছাবিয়াকে বলেন, তোমার নিকট টাকা আছে। টাকাটা দেও। টাকা পড়ে (ফু) দিই। টাকার বরকত হবে। তখন ছাবিয়া তার কাছে থাকা ৭৩ হাজার টাকা ওই ব্যক্তির হাতে দেন। পরে ওই ব্যক্তি টাকাগুলো একটি ব্যাগের মধ্যে নিয়ে ছাবিয়ার ব্যানেটি ব্যাগে দিয়ে বলেন, পেছন দিকে তাকাবি না। সামান্য এগিয়ে যাওয়ার পর ছাবিয়া দেখতে পান তার ব্যানেটি ব্যাগের মধ্যে টাকা নেই।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরা প্রবাসীর স্ত্রী ছাবিয়া বেগমের পাশে হলুদ টি শার্ট পরা মূল প্রতারকের সহযোগি এক যুবক দাঁড়িয়ে আছে। ডানপাশে পাঞ্জাবি পরা মূল প্রতারক টাকায় বরকত বাড়ানোর ফু দিতে ওই নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
ভুক্তভোগী ছাবিয়া বেগমের ছেলে আব্দুজ আজিজ মঙ্গলবার দুপুরে মুঠোফোনে বলেন, আমার আম্মা পুবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে ৭৫ হাজার টাকা তুলে নিচে নামতেই প্রতারকরা উনার কাছ থেকে ৭৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে। দুই হাজার টাকা ভাঙতি থাকায় নেয়নি। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান মঙ্গলবার আই নিউজকে দুপুরে বলেন, ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।