মিশিগানের শেষ মেলায় মঞ্চ মাতালেন ইমরান-কনা : বাঁধভাঙ্গা উল্লাস
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ অপরাহ্ণ
সাহেল আহমেদ, যুক্তরাষ্ট্র (মিশিগান):
মঞ্চে উঠেই কণার কণ্ঠে যখন জনপ্রিয় গান, তখন সামনে থাকা দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মঞ্চের আড়াল থেকে যখন ইমরান গেয়ে উঠলেন রাতের সব তারা আছে দিনের গভীরে। অপাশে থাকা বাংলাদেশের সকল তারারা জাদুকরি গায়কীর তালে সাথে সাথেই সুরের ঢেঊ তোলেন। রোববার যুক্তরাষ্ট্রের মিশিগানে ২২তম ডাইভার সিটি ফেস্টিভ্যালে এভাবেই প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে রাখেন দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় জুটি ইমরান-কনা।
বাংলা টাউনখ্যাত ড্রেট্রয়েটের জেইন্ ফিল্ডে বাংলাদেশি এই মেলার ওপেন কনসার্টে ইমরান-কনার জাদুকরি গায়কী দিয়ে পর্দা নামে তিনদিনব্যাপী এই উৎসবের। রেজওয়ানা এলভিসের প্রাণবন্ত উপস্থাপনায় শেষদিন রোববার মঞ্চে উঠেই জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা দর্শক নাচিয়ে গাইলেন- ‘ধিমতানা’‘ইচ্ছেগুলো’ ও ‘রেশমি চুড়ির মতো কয়েকটি দর্শকপ্রিয় গান। এ সময় উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সাথে নেচে গেয়ে মঞ্চ মাতিয়ে রাখেন এ প্রজন্মের জনপ্রিয় এই শিল্পী। ‘এ জীবনে যারে চেয়েছি’’ রাতের সব তারা আছে দিনের গভীরে’ ‘বলতে বলতে চলতে চলতে’ গানের জনপ্রিয় তারুণ্যের শিল্পী ইমরান মাহমুদ কণ্ঠের জাদুতে মোহিত করলেন তরুণ-তরুণীদের।
সবশেষে ইমরান ও কণার দ্বৈত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ইতি টানা হলো ডাইভার সিটি ফেস্টিভ্যালের। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে অংশ নেয়া মিশিগান রাজ্যের রাজনীতিবিদ, সামাজিক সংগঠকসহ বাংলাদেশি কমিউনিটি নেতারা জড়ো হন বাঙালিদের এই মিলন মেলায়।
রোববার সন্ধ্যায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট, হ্যামট্রাম্যাক সিটির মেয়র আমির গালিব, সিটি কাউন্সিলম্যান, অফিশিয়াল ডেলিগেটসসহ কমিউনিটি নেতৃবৃন্দ। এপিআই ভোট মিশিগানের ডিরেক্টর রেবেকা ইসলামের উপস্থাপনায় অতিথিদের একের পর এক বক্তব্যে শেষে মিশিগানের গভর্নরের পক্ষ থেকে মেলার আয়োজক কমিটিকে বিশেষ ট্রিবিউট প্রদান করেন লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট। এই মেলায় গানের পাশাপাশি ৩৫টিরও অধিক স্টলে ছিল মুখরোচক খাবার আর পণ্য, পোশাক-পরিচ্ছদ, প্রসাধনসহ ছিল হরেক রকমের পসরা। ছিল কেনাবেচার ধূম। এছাড়া আগেরদিন শনিবার স্থানীয় শিল্পীদের পাশাপাশি গানে গানে দর্শক মাতিয়ে রাখেন ফোক গানের পরিচিত শিল্পী শাহনাজ বেলী, মমো ও মেহা।
মেলায় ব্যতিক্রমী ইভেন্ট হিসেবে ছিল রেসলিং, যা দেখে অভিভূত হন আগত প্রবাসীরা। এদিকে মেলায় ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি বুক ব্যাগ বিতরণ করে এপিআইএ ভোট মিশিগান। তাছাড়া এপিআই ভোটের ব্যতিক্রমী ফ্রি র্যাফেল ড্রতে আইফোন জিতে নেন ভাগ্যবান এক বিজয়ী। মেলা উপলক্ষে র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে উপহার দেয়া হয় একটি গাড়ি, এছাড়া ছিলো আকর্ষণীয় সর্বমোট ১৭ টি পুরস্কার।