গ্রেফতার জামায়াতের ৪৬ নেতাকর্মী কারাগারে
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:৩২,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০২৩
নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় থেকে গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মামুন মাতুব্বর। অপরদিকে, তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শুক্রবার সকাল অনুমান ৮ টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানার কাজলা পানির পাম্পের সামনে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত নেতাকর্মীরা। এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র, ইট পাটকেল, বাঁশের লাঠিসহ সজ্জিত হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে জনগণের চরম ভোগান্তির সৃষ্টি করে। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়।
একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার উদ্দেশ্যে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় জনগণ ও পুলিশের জানমাল রক্ষার্থে তাদের আটক করার জন্য ধাওয়া করলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক মো. রাসেদুল ইসলাম আটক ৪৬ জনের নামোল্লেখ করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৪৩/১৪৭/ ১৪৮/১৪৯/১৮৬/৩০৭/ ৩৩২/৩৩৩/৩৫৩/ ৪২৭/ ১০৯ ও ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩/৪ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।