চিকিৎসার জন্য এবার সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন মির্জা আব্বাস
প্রকাশিত হয়েছে : ৮:০৮:১৯,অপরাহ্ন ২৬ আগস্ট ২০২৩
সুরমা নিউজ ডেস্কঃ
ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া গত কয়েক মাস ধরে সেখানে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। এবার একই উদ্দেশ্যে সেখানে গেলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার সঙ্গে আছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার দুপুরে জানান, ফলোআপ চিকিৎসার জন্য সকালে সিঙ্গাপুরে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সঙ্গে গেছেন।
ফলোআপ চিকিৎসার জন্য এর আগে ২৪ আগস্ট সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও বড় মেয়ে। এ ছাড়া গত কয়েক মাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন বিএনপি আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির একটি দলীয় সূত্র জানায়, গত ছয় মাসের বেশি সময় ধরে বিদেশে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এছাড়া গত কয়েক বছর ধরে ভারতে আছেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ।