সিলেটে মহানগর বিএনপির কালো পতাকা গণমিছিল শনিবার
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি::
বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবীতে কালো পতাকা গণমিছিল আয়োজন করেছে সিলেট মহানগর বিএনপি। উক্ত কালো পতাকা গণমিছিল শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ৩টায় নগরীর রেজিস্টার মাঠ থেকে অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে কালো পতাকা গণমিছিল কর্মসূচীকে সফল করার জন্য সিলেট মহানগর বিএনপি এবং মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠন, ৪২ টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।