কি কারণে সিলেটে রেকর্ড ভেঙেছে ডাবের দাম!
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৪:১৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
মাত্র এক মাসের ব্যবধানে সিলেটে ১২০ টাকার এক জুড়া ডাব বিক্রি হচ্ছে এখন ২২০ থেকে ২৫০ টাকায়। ডেঙ্গুজ্বরের প্রকোপে ডাবের চাহিদা বৃদ্ধি এবং ফলন কমের অজুহাতে উচ্চমূল্যের অতীত রেকর্ড ভেঙেছে ডাবের দাম। এর চেয়েও বেশি দামে নগরীর হাসপাতাল ও ক্লিনিক এলাকায় ডাব বিক্রি হচ্ছে।
হঠাৎ দাম বৃদ্ধির পেছনে মধ্যস্বত্বভোগীসহ সিন্ডিকেটের অসাধু ব্যবসায়ীরাই দায়ী বলে মনে করছেন সাধারণ মানুষ।
সাধারণ মানুষ জানান এর আগে কখনোই এমন উচ্চমূল্যে বিক্রি হয়নি। সর্ব্বোচ্চ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সিলেট নগরীর বাসিন্দা অনেকেই জানান, মাসখানেক আগে যে ডাব জুড়া কিনেছি ১০০ থেকে ১২০ টাকায় সেই ডাব এখন বিক্রি হচ্ছে ২০২২ থেকে ২৫০ টাকা। কয়েকদিনের মধ্যে এক লাফে অস্বাভাবিকভাবে দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন। এদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।
ডেঙ্গু রোগীর সাথে এক ব্যক্তি জানান, ডাব কিনতে মেডিকেলের বাহিরে আসছি কিন্তু ডাবের দাম অনেক, তবে আমাদের গ্রামের এলাকায় ডাব একবারে ন্যায্য মূল্যের ভিতরে পাওয়া যায়।
খবর নিয়ে জানাযায় গ্রামের স্থানীয় প্রান্তিক কৃষক বা গৃহস্থ একটি ডাব মাত্র ৩০ থেকে ৩৫ টাকায় পাইকারিতেতে ব্যবসায়ীদের কাছে বিক্রি করলেও তা খুচরা বাজারে এসে, দাম বেড়ে যাচ্ছে কয়েকগুণের বেশি।
কয়েকজন খুচরা ডাব বিক্রেতা জানান, শ্রাবণ-ভাদ্র মাসে ডাব বেশি পাওয়া যায় না। এছাড়া ডেঙ্গুজ্বরসহ অন্যান্য জ্বরের কারণে ডাবের চাহিদাও বেড়েছে। গৃহস্থদের কাছ থেকে একটি ডাব কিনে নগরীতে আনতেই দেড়শ টাকা খরচ হয়ে যায়। তাই বেশি দামে বিক্রি করতে হয়।