জাপায় ফের দেবর-ভাবি’র ডিগবাজি
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৩, ৪:০৭ অপরাহ্ণ
রওশন জাপা’র চেয়ারম্যান ঘোষণার কয়েক ঘন্টা মধ্যে সিদ্ধান্ত বদল, মহাসচিব ভিডিও বার্তায় জানালেন খবর ভুয়া।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। তবে খবরটি ‘ভুয়া’দাবি করে গণমাধ্যমকে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। মঙ্গলবার (২২ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এমনটি জানান।
ওই বার্তায় চুন্নু বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরটি ভুয়া। আমাদের দলের গঠনতন্ত্রে এইভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।’ জাপার মহাসচিব বলেন, ‘যাদের স্বাক্ষর করার কথা বলা হচ্ছে, তাঁদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেন নাই। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলেই চেয়ারম্যান হতে পারবে না ও অব্যাহতি দেওয়া যাবে না। এটি নিয়মতান্ত্রিক উপায়ে হতে হবে।’
পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটির চেয়ারম্যান জি এম কাদেরকে সরিয়ে দশম জাতীয় কাউন্সিল পর্যন্ত তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই খবর এমন সময় এলো যখন দলটিতে এতদিন ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করা জি এম কাদের ভারত সফরে রয়েছেন। গত রবিবার (২০ আগস্ট) তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
এদিক যে শরীফুল ইসলাম সেন্টুর বরাত দিয়ে এতো তুলকালাম ঢাকা মহানগর উত্তরের জাতীয় পার্টির সেই নেতা এমন সংবাদ প্রচারকারীদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানান৷ সন্ধ্যায় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই প্রতিবাদ জানান।
জিএম কাদের অনুসারী অনেকে বলছেন, পার্টি চেয়ারম্যান ভারত সফরে থাকা অবস্থায় এই ধরনের বিভ্রান্তি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।
সর্বশেষ গত শনিবার বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে তিনি পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন। জিএম কাদেরের বিভিন্ন বক্তব্যের পত্রিকার কাটিংয়ের একটি ফাইলও রওশন এরশাদের হাতে ছিল। জিএম কাদের বিএনপি’র সঙ্গে জোট করতে পারেন এমন কথাও বলেন রওশন এরশাদ।
ওদিকে ২২শে আগস্ট রওশন এরশাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। রওশন এরশাদের প্রেস উইং এর বার্তায় বলা হয়, এই সিদ্ধান্ত নেয়া হয় গত বছরের ৭ই ডিসেম্বর। সেই সভায় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব রওশন এরশাদকে অর্পণ করা হয়। দলের নেতারা বলছেন, ওই দিন এমন কোনো সভা হয়নি।