দেশ মাতিয়ে মিশিগানের প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৩, ৩:২০ অপরাহ্ণ
মিশিগান প্রতিনিধিঃ
বাংলাদেশে ব্যাপক সফলতার পর যুক্তরাষ্ট্রেও বাংলাদেশিদের মাঝে জনপ্রিয় সিনেমা ‘সুড়ঙ্গ’। নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় প্রিমিয়ার শো শেষে এবার মিশিগানের প্রেক্ষাগৃহে দেখা যায় সিনেমাটি। সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত এই সিনেমা মিশিগানের প্রেক্ষাগৃহে সবাইকে নিয়ে দেখার আয়োজন করে ভিয়ের ইভেন্ট। রাজ্যের ট্রয় সিটির এমজেআর গ্র্যান্ড মুভি থিয়েটারে গত শনি ও রবিবার সিনেমাটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশি দর্শকরা।
অর্ধলক্ষাধিক বাঙালির আবাসস্থল মিশিগানে প্রতিনিয়তই বিভিন্ন মুভি থিয়েটারে বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার আলোচিত বাংলা সিনেমা সুড়ঙ্গের মুক্তি দেয় ভিয়ের ইভেন্ট।
শনি ও রবিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় সুড়ঙ্গ সিনেমার প্রতিটি শো-তে ছিল বাঙালিদের ভীড়। সিনেমা দেখতে আসা দর্শকদের কাছে জানা যায়, তারা সিনেমাটি বেশ উপভোগ করেছেন। সিনেমার গল্পটি যেন বাস্তব দৃশ্যপট থেকেই নেয়া। আরফান নিশো ও তমা মির্জার অভিনয় ছিল দারুণ ও প্রাণবন্ত। দেশের গণ্ডি পেরিয়ে সুদূর আমেরিকায় এবার সুড়ঙ্গে মুগ্ধ হন দর্শকরা।
রায়হান রাফির পরিচালনায় মুক্তি পাওয়া সুড়ঙ্গের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সঙ্গে জুটি বাঁধেন তমা মির্জা।