ওসমানীনগরে প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা
প্রকাশিত হয়েছে : ৭:৫০:১০,অপরাহ্ন ২০ আগস্ট ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরের সাদিপুরে আওয়ামী লীগ নেতার ছোট ভাইয়ের প্রাইভেট কার আগুনে পোড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুস্কৃতিকারীরা। গত শুক্রবার গভীর রাতে সাদিপুরের হযরত সৈয়দ শাহ তাজ উদ্দিন (র.) এর মাজারের সামনে কারটি পোড়ানোর ঘটনা ঘটে। এঘটনায় ওসমানীনগর থানায় একটি অভিযোগ প্রদান করা হয়েছে।
জানা যায়, ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮নং ওয়ার্ডের মেম্বার শাহ্ ইসমাইল আলীর ছোট ভাই শাহ আশরাফ আলী প্রতিদিনের মতো বাড়ির নিকটবর্তী হযরত সৈয়দ শাহ তাজ উদ্দিন (র.) এর মাজারের সামনে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রা গ- ১৩৭৮৮৯) রেখে বাড়িতে চলে যান। গভীর রাতে বিদ্যুৎ চলে গেলে ইসমাইল আলীর ছোট ভাই ঘরের জানালে খুলে দিলে কারে আগুন দেখতে পান। তার চিৎকারে বাড়িসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্ঠা করেন। শেষ পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হলে ততক্ষণে কারটির ইঞ্চিনসহ সামনের চাকা ও গ্যাস পুড়ে যায়।
ইসমাইল আলী বলেন, নিজের অনেক শত্রু রয়েছে তবে রাতের আঁধারে কে বা কারা কারটিতে আগুন দিয়েছে আমরা দেখিনি। এঘটনায় তিনি ও তার পরিবার ভীত হয়ে পড়েছেন উল্লেখ করে প্রকৃত দোষিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।
ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, এঘটনায় শাহ্ ইসমাইল আলী একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।