আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:১৩:১৬,অপরাহ্ন ১৮ আগস্ট ২০২৩
আখাউড়া প্রতিনিধি::
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে তানভীর আহমেদ নামে (১৮ মাসের) এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট ) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তানভীর নুরপুর পশ্চিম পাড়ার জুয়েল মিয়ার ছেলে।
জানা যায়,শুক্রবার সকালে শিশুটি বাড়ির ওঠানে পুকুর ধারে খেলা করছিল। শিশুটির মা তাকে রেখে বাড়ির ভেতরে কাজ করতেছিলেন। ফিরে এসে দেখেন ছেলে সেখানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে তানভীরকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে দিশাহারা মা-বাবা সহ পরিবারের সদস্যরা।
শিশুটির চাচাতো ভাই সাব্বির বলেন,সকাল বেলায় উঠানে খেলছিল হঠাৎ দেখি আমার ভাই উঠানে নেই পরে খুঁজে না পেয়ে পুকুরের কাছে গিয়ে দেখি আমার ছোট ভাইকে অচেতন অবস্থায় পরে আছে পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গিয়ে বাঁচাতে পারিনি আমরা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম বলেন, শিশুটি বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে জেনেছি, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের প্রস্তুতি চলছে।