সিলেটে প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় ফাঁস নিলো কিশোর
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটের দক্ষিণ সুরমায় ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মাজেদ আহমদ নামে এক কিশোর। মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাজেদ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার জালালপুরের বাসিন্দা।
জানা গেছে, প্রেমের সম্পর্ক মা-বাবা মেনে না নেওয়ায় এবং প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় সোমবার রাতে ঘরের আঁড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কিশোর মাজেদ। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে এটি আত্মহত্যা। তারপরও আমাদের তদন্ত অব্যাহত আছে।