ওসমানীনগরে কনফিডেন্স কোচিং সেন্টার’র এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৩, ১০:০২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটের ওসমানীনগরের সেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান কনফিডেন্স কোচিং সেন্টারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ মঙ্গলবার সকালে ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউপির গলমুকাপনে নিজস্ব ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীর বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ভর্তি রেজিস্ট্রার অনুযায়ী কনফিডেন্স কোচিং সেন্টারের ১০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাক্কির আহমদ নাজুর সভাপতিত্বে এবং শিক্ষক মিহাদ হাসানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোচিং সেন্টারের ষষ্ট শ্রেণীর ছাত্র আমিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনফিডেন্স কোচিং সেন্টারের সহকারী শিক্ষিকা অন্না রুহি দাশ,রাকিব আহমেদ, জায়েদ আহমেদ প্রমুখ। অতঃপর শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন মুহিব ও সাদি।পরিশেষে কোচিং সেন্টারের আয়োজিত বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে কোচিং সেন্টারের পরিচালক ও সহকারী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেয় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা। পরে পরিক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরন করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, কনফিডেন্স কোচিং মানসম্মত ফলাফল আমাদের সর্বদা অনুপ্রেরণা যুগিয়েছে।২০১৮ সালে প্রতিষ্ঠিত এই কোচিং সেন্টার ভবিষ্যতেও এই ধারাবাহিকতা তোমাদের আশাতীত ফলাফলে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।বক্তারা আরো বলেন প্রাতিষ্টানিক শিক্ষা নিয়ে ঘরে বসে থাকলে চলবেনা তোমাদের শিক্ষার মাধ্যমে এই সমাজকে আলোকিত করতে হবে। কনফিডেন্স কোচিং সেন্টার সম্পূর্ণ সেবামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে ওসমানীনগর উপজেলায় সুনামের সহিত কাজ করে উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। কনফিডেন্স কোচিং সেন্টার গরীব শিক্ষার্থীদেরকে বিনা মূল্যে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে। কনফিডেন্স কোচিং সেবামুলক প্রতিষ্ঠান। বক্তারা পরীক্ষার্থীদের প্রতি প্রস্তুতিমূলক পরামর্শ দেন এবং তাদের প্রতি শুভ কামনা জানান। অতঃপর পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।