ওসমানীনগরের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০:১৬:৪৫,অপরাহ্ন ১১ আগস্ট ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের ৩নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম সুমন এর সভাপতিত্বে ও সাংবাদিক জুবেল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান এম গোলাম কিবরিয়া। বক্তব্যকালে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, খেলার মাঠ যুক্তকরণ সহ বিভিন্ন সমস্যা নিরসনের আশ্বাস প্রদান করেন তিনি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালানা কমিটির সাবেক সভাপতি মো: আব্দুল হান্নান মেম্বার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আওলাদ আলী মাস্টার, সাবেক ইউপি সদস্য রুকন আহমদ চৌধুরী, বর্তমান ইউপি সদস্য মাসুদুর রহমান, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য শাহানা চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য্য।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি দবির মিয়া, বর্তমান সহ সভাপতি সিজিল আহমদ, সদস্য শারমিন বেগম, মামুনুর রব, সাজাদ মিয়া, আরশ আলী, ছইল মিয়া, সিনিয়র শিক্ষিকা শান্তনা রানী, শিক্ষিকা সবিতা রাণী মজুমদার, জান্নাতুন নেছা, মরিয়ম আক্তার, ফয়ছল আহমদ, সুফিয়ান আহমদ, কামরুল ইসলাম, শাহজাহান ও মুন্না। অনুষ্ঠানের শুরুতে আল কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ আহমদ।