এবার অলিম্পিকে সিলেটের ইমরানুরের চোখ
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ
এবার অলিম্পিকে চোখ সিলেটের ছেলে অ্যাথলেট ইমরানুর রহমানের। সেই লক্ষ্যে এ মাসেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দৌড়াবেন সবশেষ এশিয়ান ইনডোরে স্বর্ণ জেতা এই অ্যাথলেট।
এরপরই এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে নামবেন ইমরানুর। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ইংল্যান্ডে পুরোদমে অনুশীলন করছেন দেশের এই দ্রুততম মানব।
বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান বিদেশের মাটিতেও ইতিমধ্যে লাল-সবুজ পতাকা উঁচিয়ে ধরেছেন। এ বছরই স্বর্ণ জিতেছেন এশিয়ান ইনডোরের ৬০ মিটারে। এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে ৬০ মিটার পর্যন্ত এগিয়ে থেকেও ফাইনাল খেলা হয়নি ইমরানুরে।
এর আগে বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি।
সেমিফাইনালে উঠতে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে হিটে দ্বিতীয় হয়েছিলেন দেশের এই দ্রুততম মানব। ওই আসরের আত্মবিশ্বাস নিয়ে অলিম্পিকের জন্য তৈরি হচ্ছেন ইমরানুর। এ মাসেই ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ট্র্যাকে তিনি।
এরপর রয়েছে এশিয়ান গেমসে।এই দু’টি আসরে ক্যারিয়ার সেরা টাইমিং করতে পারলে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ হতে পারে ইমরানুরের।সেই লক্ষ্যেই ইংল্যান্ডে চলছে নিবিড় অনুশীলন।সরাসির অলিম্পিকে খেলার স্বপ্ন নিয়ে ইমরানুর বলেন, আমি এখানে কঠোর অনুশীলন করছি। আমার সেরা টাইমিংটা করতে চাই সামনের দুই প্রতিযোগিতায়। এমন কিছু করতে চাই যেটা এর আগে বাংলাদেশের কোনো অ্যাথলেট করতে পারেনি।
এশিয়ান গেমসের ফাইনালে দৌড়াতে চাই এবং নিজের সেরা টাইমিং ভেঙে রেকর্ড করতে চাই।’
এশিয়ান চ্যাম্পিয়নশিপের উদাহরণ টেনে ইমরানুর বলেন, সেমিফাইনালে আমি ছন্দটা হারিয়ে ফেলেছিলাম। এখন সেটা ফেরানো এবং নিজের সেরাটা বের করে আনার চেষ্টা করছি। আমার কোচ স্টেভেন হাওয়ার্ড সর্বোচ্চ চেষ্টা করছে আমাকে নিয়ে। আশা করছি ভালো কিছু হবে সামনে।’ বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের বাসিন্দা ইমরানুরকে খুঁজে বের করার কাজটা করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।রোমান সানার পর আরও একবার সরাসরি অলিম্পিকের সম্ভাবনা উঁকি দিচ্ছে ইমরানুর রহমানের হাত ধরে।