দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বঙ্গমাতার জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শুভ জন্মদিনে তার অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। জাতির পিতার নাম স্বদেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী পরম শ্রদ্ধায় উচ্চারিত হওয়ার নেপথ্যে ছিলেন তার প্রিয় সহধর্মিণী। আমৃত্যু নেপথ্যে থেকে জীবনসঙ্গী হিসেবে পরম মমতায় বঙ্গবন্ধুকে আগলে রেখেছিলেন এই মহীয়সী নারী। তিনি বলেন, বঙ্গবন্ধু দলীয় নেতা-কর্মীদের প্রত্যেককে দেখতেন নিজ পরিবারের সদস্যের মতো। নেতা-কর্মীদের বিপদ-আপদে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা তাদের পাশে দাঁড়াতেন পরম হিতৈষীর মতো। মমতা মাখানো সাংগঠনিক প্রয়াস নিয়ে কর্মীদের হৃদয় জয় করে নেয়ার ব্যতিক্রমী যে ক্ষমতা বঙ্গবন্ধুর ছিল, সেই চেতনার আলোয় আলোকিত ছিলেন বঙ্গমাতা। তিনি আরো বলেন, জাতির পিতা ও বঙ্গমাতা বাংলার মানুষকে খুব ভালোবাসতেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে তাদের এই অকৃত্রিম সৃষ্টিশীল ভালোবাসা অ¤øান হয়ে ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এমপি হাবিবুর রহমান হাবিব ৮ আগস্ট মঙ্গলবার বিকালে চন্ডিপুলস্থ এমপির কার্যালয়ে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর ৯৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোয়াজিদুল হক তুহিন চেয়ারম্যান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন দেবনাথ সাগর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিসাবাহ উদ্দিন তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রাসেল, সদস্য নুরুজ্জামান তালুকদার, কালাম হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক চেয়ারম্যান, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, জেলা কৃষকলীগ নেতা শামীম কবির, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মিনহাজ হোসেন, বদরুল ইসলাম তুহিন, জালালপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক লায়েক আহমদ, তেতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম আহমদ, কামালবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল মিয়া, সিলাম ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েছ আহমদ, সহ সভাপতি সাইফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম. জাবেদ আহমদ, সিলাম ইউনিয়নের সভাপতি শাহ জুবেল আহমদ, দাউদপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক শফি আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর মতিউর রহমান, রাহাত আহমদ, জাকির হোসেন, সাজ্জাদ হোসেন, লিপু আহমদ, জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা লাকী নোমান, হুজ্জাতুল ফেরদৌস তোফায়েল, মুক্তামিম রহমান মাহিম, আজহার উদ্দিন, সাদমান সাকিব, রাজ হাসান রুবেল, সুরমান আলী, আজিজুর রহমান আনহার, ইকবাল হোসেন, যুবলীগ নেতা লিটন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে শহীদদের রূহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ-সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এমপি হাবিবুর রহমান হাবিব।