সিলেটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ২২৮৭ পরিবার
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সিলেট বিভাগের ২২৮৭ পরিবারের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগস্ট) একযোগে এসকল পরিবারের সদস্যরা নতুন ঘরে উঠতে পারবেন।
দেশের একজন মানুষও যাতে ভূমি ও গৃহহীন না থাকেন এর অংশ হিসেবে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সিলেট বিভাগে ২ হাজার ২৮৭ জন ভূমি ও গৃহহীন পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার।
সিলেট জেলা প্রশাসন সূত্র জানায়- মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সারা দেশে ২২ হাজার ১০১ জন ভূমি ও গৃহহীন পাবেন ঘর। এর মধ্যে সিলেট বিভাগের ৪ জেলায় ২ হাজার ২৮৭টি ঘর প্রদান করা হবে।
বুধবার এসব ঘর হস্তান্তর করা হবে। সিলেটে অনুষ্ঠিতব্য ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুধবার সকাল ৯টায় এ অনুষ্ঠানের মাধ্যমে ঘর হস্তান্তরের উদ্বোধন করবেন।
সিলেট জেলা প্রশাসন সূত্র আরও জানায়- ৪র্থ পর্যায়ের ২য় ধাপে সিলেট জেলায় ৫৫৬টি ‘ক’ শ্রেণির ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। এর মধ্যে সিলেট সদর উপজেলায় ১৭৫, বালাগঞ্জে ৪৬, বিয়ানীবাজারে ১৮, বিশ্বনাথে ৭১, কোম্পানীগঞ্জে ১৫, গোলাপগঞ্জে ৮৮, জকিগঞ্জে ৩০ এবং ওসমানীনগর উপজেলায় ৩০টি ঘর প্রদান করা হবে।
এছাড়া জেলার বিশ্বনাথ উপজেলার প্রতিবন্ধীদের মধ্যে হস্তান্তর করা হবে বিশেষ বরাদ্দের ৪১টি ঘর।
চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর প্রদানের মাধ্যমে জেলার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় কোনো ভূমি ও গৃহহীন থাকছেন না। তাই এসব উপজেলাকে বুধবার ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত’ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
জানা যায়, আশ্রয়ণসহ অন্যান্য ঘরের মাধ্যমে দেশে এ পর্যন্ত ৪১ লাখ ৪৮ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ পুনর্বাসিত হয়েছেন। শুধু আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুর্নবাসিত হয়েছেন ২৮ লাখ মানুষ।
দেশের সব উপজেলার প্রায় ২৫ হাজার স্থানে এসব ঘর নির্মাণ করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ২৪ হাজার একর জমি।