এ কেমন মা! শিশুর কান্না বন্ধ করতে গিলিয়েছেন মদ, অতঃপর…
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ
কাঁদছে নিজের সাত সপ্তাহ বয়সী শিশু। আর তাতে বিরক্ত হয়ে শিশুকে মদ খাওয়ালেন মা। আর এতে হুমকিতে পড়েছে ওই শিশুর জীবন। যদিও ভয়াবহ মাতাল অবস্থায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে।
নিউইয়র্ক পোস্টের খবরে জানানো হয়, শিশুর জীবনকে বিপন্ন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩৭ বছর বয়স্ক মা অনেস্টি দে লা টোরেকে। সোমবার স্যান বার্নার্ডিনো কাউন্টির শেরিফের দপ্তর থেকে এ নিয়ে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়, শনিবার রাত একটার দিকে তাদের কাছে ফোনকল আসে। লস এঞ্জেলস থেকে ৫৫ মাইল দূরে রিয়াল্টো নামের একটি স্থান থেকে তাদের কাছে সাহায্য চাওয়া হয়। তারা সেখানে পৌছানোর পর আবিষ্কার করে যে, শিশুটি মাতাল হয়ে আছে।
এরপরই শিশুর মাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, সন্তানের কান্নায় বিরক্ত হয়ে তাকে মদ গিলিয়েছেন তিনি।
শিশুর বর্তমান অবস্থা কি তা প্রকাশ করেনি পুলিশ। তার মা দে লা টোরেকে গ্রেপ্তার করে ওয়েস্ট ভ্যালি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার আদালতে তোলা হবে তাকে।