ওসমানীনগরে লতিফ এন্ড চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটের ওসমানীনগরে লতিফ এন্ড চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। লতিফ এন্ড চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি ইউসুফ হোসেন চৌধুরী ও জামিল আহমদ’র পরিচালনায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাসিম পাশা, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া এবং ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিনকে ক্রেষ্ট প্রধান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১নং উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ছইল, জিলু মিয়া চৌধুরী, সাবেক মেম্বার আব্দুল খালিক, খাদিমপুর কাঁঠাল খাইড় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আজাদুর রহমান, আজিজুর রহমান নানু, খাদিমপুর কাঁঠাল খাইড় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি টুনু মিয়া,লতিব আলী, শাহরিয়ার নাজিম জয়, মোতাহির আলী, ইউসুফ আলী।