সিলেটে জামায়াতের মিছিল, পুলিশ দেখে দৌড়
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলের আমির ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ঝটিকা মিছিল করে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।
শনিবার সকালে ৯টায় জামায়াতে ইসলামী মহানগরের জেল রোড পয়েন্ট থেকে মিছিল নিয়ে বের হয়ে নয়াসড়ক পয়েন্টে গিয়ে পুলিশ দেখেই তারা দৌড়ে পালান।
চলতি জুলাই মাসে সিলেট বিভাগীয় সমাবেশ করার জন্য তিন দফা আবেদন করে পুলিশের অনুমতি পায়নি দলটি। তবে সমাবেশ করতে না পারলেও সম্প্রতি দলটির নেতা-কর্মীদের তৎপরতা বেড়েছে।এরই ধারাবাহিকতায় আজ তারা সিলেটে ঝটিকা মিছিল করেছে।তবে এ বিষয়ে পুলিশ অবগত নয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ (পিপিএম) গণমাধ্যম’কে বলেন- জামায়াতের মিছিলের বিষয়ে আমরা অবগত নই। তবে জামায়াত যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ।