দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে: মাধবপুরে বিমান প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৩, ১:৫৬ পূর্বাহ্ণ
মাধবপুর প্রতিনিধি::
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফল ভাবে দেশ পরিচলানা করে দেশের উন্নয় অগ্রযাত্রা অব্যাহত রেখেছে দেশে এখন বিদ্যুৎ, খাদ্য, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার উন্নায় হয়েছে এই উন্নয়ন দেখে আবারও দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে একটি মহল এ ষড়যন্ত্র মোকাবেলা সকলকে সজাগ থাকতে হবে আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকার কে ক্ষমতায় রাখতে হবে। বর্তমান সরকার শহরের সকল সুযোগ সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিয়েছে, বিগত সরকারের সময় গ্রামের মানুষরা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশই সফল ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে করোনা মোকাবেলা করেছে।
তিনি শুক্রবার মাধবপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন সরকারি অনুদান, ভাতা বিতরণ ও মতবিনিময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত, আওয়ামিলীগ নেতা মিজানুর রহমান সহ অনেকেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, অনগ্রসর মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। চা শ্রমিকদের ভূমি অধিকার বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন।