স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ণ
মিরসরাই প্রতিনিধি::
চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে প্রিয় লাল দাস (৪১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ শরিফুর রহমানের আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রিয় লাল দাস উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দাস পাড়া এলাকার মৃত মনোরঞ্জন দাসের পুত্র।
বৃহস্পতিবার (২৭ জুলাই) আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দেন। এসময় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার শুরু থেকেই আসামি প্রিয় লাল দাস পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।