মাধবপুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৩, ১:৩৮ পূর্বাহ্ণ
মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে অমূল্য দেবনাথ (৬১) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ছাতিয়াইন ইউনিয়নের মৃত হর কুমার দেবনাথের ছেলে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে আনুমানিক ১০ ঘটিকায় উপজেলা ধর্মঘর ইউনিয়নের দেবপুর এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পথচারীরা রাস্তার পাশে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।